Select Page

জমা পড়েছে দেড় শতাধিক চিত্রনাট্য: আছেন আলমগীর, শাকিব থেকে জয়া-অপু

জমা পড়েছে দেড় শতাধিক চিত্রনাট্য: আছেন আলমগীর, শাকিব থেকে জয়া-অপু

দুই মাস বাড়তি সময় মিলিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা ছিল ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চিত্রনাট্য জমাদানের শেষ দিন। এদিনও ভিড় ছিল অনুদান প্রত্যাশীদের।

সারা বাংলা ডটনেট জানায়, এবার রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা দেওয়ার পাশাপাশি তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ার হিড়িক পড়েছে।

চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু।

কারা কারা জমা দিয়েছেন তাদের নাম না বললেও তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমটিকে বলেন, আমাদের কাছে দেড় শতাধিক চিত্রনাট্য জমা পড়েছে শেষ সময় পর্যন্ত। এগুলো প্রাথমিক যাচাই বাচাই শেষে জুরি বোর্ডের কাছে পাঠানো হবে।

চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনও জুরি বোর্ড গঠিত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। খুব শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

নিয়ম অনুযায়ী জুরি বোর্ডের সদস্যরা চিত্রনাট্যগুলো পড়ে একটি নম্বর প্রদান করেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এবারের প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি সিনেমাকে অনুদান দেওয়া হবে।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares