Select Page

বছরের প্রথম দিনে নতুন প্ল্যাটফর্ম ‘চরকি’র ১২ সিনেমার ঘোষণা

বছরের প্রথম দিনে নতুন প্ল্যাটফর্ম ‘চরকি’র ১২ সিনেমার ঘোষণা

অনেক দিন ধরে শোনা যাচ্ছে. প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার নতুন ওটিটি প্ল্যাটফর্ম আনছে। প্রথমে বলা হচ্ছিল, এর নাম ‘প্রদর্শ’, তার পর জানা গেল ‘চরকি’।

এবার বছরের প্রথম দিনে প্ল্যাটফর্মটির বছরব্যাপী পরিকল্পনা কথা জানালো প্রথম আলো।

সেখানে জানা গেল, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’ ১২ মাসে ১২টি অরিজিনাল ওয়েব ফিল্ম নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে ভার্চ্যুয়াল দুনিয়ায়।

২০২১ সালের প্রথম ভাগেই যাত্রা করবে চরকি। এরই মধ্যে এ বছর মুক্তি দেওয়ার লক্ষ্যে কয়েকটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়ে গেছে। এখনো ওয়েব ফিল্মগুলোর ব্যাপারে কোনো তথ্য প্রকাশিত না হলেও জানা গেছে, প্রতিটি ছবিই হবে তারকাবহুল। দেশের শীর্ষ নির্মাতারা এই ছবিগুলো বানাচ্ছেন। চলচ্চিত্রের শিল্পী ও গল্প নির্বাচন থেকে শুরু করে, নির্মাতার নাম, দৃশ্যায়ন—সবকিছুতেই থাকছে অভিনবত্বের ছাপ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি।

তিনি বলেন, ‘ফিল্ম, ফান, ফুর্তির প্রতিশ্রুতি নিয়ে আসছে চরকি। প্রতি মাসে নতুন সিনেমা দেখার পাশাপাশি বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ, শর্টফিল্ম, মিনি সিরিজ, ডকুমেন্টারি, ওয়েব শো এখানে থাকছে। চরকিকে আমরা বাংলা কনটেন্টের কেন্দ্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।’

এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সাশ্রয়ী মূল্যে দেখা যাবে সিনেমা, সিরিজ, শর্টফিল্ম। জানা গেছে, ৬ মাস, ১ বছরের সাশ্রয়ী সাবস্ক্রিপশন ছাড়াও দর্শক চাইলে শুধু একটি সিনেমা বা সিরিজের জন্য টিকিট কেটে দেখতে পারবেন পছন্দের কনটেন্ট। প্রিমিয়াম ও অরিজিনাল কনটেন্টের পাশাপাশি বিনা মূল্যেও চরকির ফিল্ম, ফান, ফুর্তি উপভোগ করা যাবে কোনো ‘লগ–ইন’ বা ‘সাইনআপ’ ছাড়া।


মন্তব্য করুন