Select Page

জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ বড়পর্দায়, পরিচালক তানভীর মোকাম্মেল

জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ বড়পর্দায়, পরিচালক তানভীর মোকাম্মেল

পল্লীকবি জসীমউদদীনের ক্ল্যাসিক কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তানভীর মোকাম্মেল। এ পরিকল্পনার কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে নির্মাতার প্রোডাকশন হাউস কিনো আই ফিল্মস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে।

‘সোজন বাদিয়ার ঘাট’-এর চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। প্রধান সহকারী পরিচালক ও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করবেন উত্তম গুহ। ছবিটি সম্পাদনা করবেন মহাদেব শী ও আবহ সংগীত পরিচালনা করবেন সৈয়দ সাবাব আলী আরজু।

সিনেমার কাস্টিং ডিরেক্টর ও পোশাকের দায়িত্ব পালন করবেন চিত্রলেখা গুহ। কিনো-আই ফিল্মস প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান, সিনেমাটি সহপ্রযোজনা করবেন হাসনা জসীমউদদীন মওদুদ।

তানভীর মোকাম্মেলের হাত দিয়ে এসেছে আলোচিত কিছু চলচ্চিত্র। ২০২০ সালে মুক্তি পায় এক কমিউনিস্ট বিপ্লবীর জীবনী অবলম্বনে ‘রূপসা নদীর বাঁকে’। ছবিটি সরকারি অনুদানে নির্মিত।


মন্তব্য করুন