Select Page

জহির রায়হান চলচ্চিত্র উৎসব ২০১৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে জহির রায়হান চলচ্চিত্র উৎসব। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চি্ত্রবিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।

জহির রায়হান প্রযোজিত ও পরিচালিত পাঁচটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রতিদিন বেলা তিনটায় ও সন্ধ্যা ছটায় প্রদর্শনী হবে। প্রদর্শনীতে স্থান পাওয়া চলচ্চিত্রগুলো হচ্ছে কাঁচের দেয়াল, স্টপ জেনোসাইড, বেহুলা, টাকা আনা পাই, জীবন থেকে নেয়া।

চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ জানিয়েছেন, পুরানো অর্থবছরের শেষ মাস বলে একটু তাড়াহুড়া করে জুন মাসে এ উৎসব আয়োজন করতে হচ্ছে। গত বছরও জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন