Select Page

জহির রায়হানের নামে ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা

জহির রায়হানের নামে ফিল্ম ইনস্টিটিউটের যাত্রা

জহির রায়হানের অন্তর্ধান দিবস ৩০ জানুয়ারি । ১৯৭২ সালের এই দিনে ভাই শহীদুল্লা কায়সারকে মিরপুর বধ্যভূমিতে খুঁজতে যান, এর পর থেকেই নিখোঁজ কিংবদন্তির এই চলচ্চিত্রকার।

এ বছরের এই দিনে লালমাটিয়ায় যাত্রা শুরু করল ‘জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট’। উদ্বোধন করেন চলচ্চিত্রকারের ছোট বোন শাহেন শা।

আরো ছিলেন ‘সূর্য দীঘল বাড়ি’ খ্যাত পরিচালক মসিউদ্দিন শাকের, গবেষক অনুপম হায়াত, শংকর সাঁওজাল প্রমুখ। তিন মাসের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সের মাধ্যমে শুরু হবে ইনস্টিটিউটের কার্যক্রম। পর্যায়ক্রমে চলচ্চিত্রের বিভিন্ন বিশেষায়িত কোর্সও চালু করা হবে। পাঠদান শেষে শিক্ষার্থীদের নিয়ে নির্মাণ করা হবে চলচ্চিত্র, যেন হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণকর্ম শিখতে পারে তারা। ইনস্টিটিউটের গভর্নিং বডিতে আছেন জহির রায়হানের সহধর্মিণী অভিনেত্রী সুচন্দা।

ইনস্টিটিউটের প্রধান নির্বাহী শংকর সাঁওজাল বলেন, ‘জহির রায়হানের জীবন, চলচ্চিত্র দর্শন এ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। শুধু কারিগরি শিক্ষা প্রদানই আমাদের মূল উদ্দেশ্য নয়, এটাকে একটা চলচ্চিত্র আন্দোলনও বলা যেতে পারে।’


মন্তব্য করুন