Select Page

জাজের অভিযোগের উত্তরে কী বললেন গুলজার

জাজের অভিযোগের উত্তরে কী বললেন গুলজার

আমাকে উদ্দেশ্যমূলকভাবে একা কেন দোষারোপ করা হচ্ছে? এটা কেমন কথা। আমি কিছুই বুঝতে পারছি না। কারণ সেন্সরবোর্ডে তো আমি একা ছিলাম না। আমার একার সিদ্ধান্তে তো আর কিছু হয়নি। কথাগুলো মানবজমিনের সঙ্গে আলাপকালে বলছিলেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির অন্যতম সদস্য মুশফিকুর রহমান গুলজার।

বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া গুলজারকে সেন্সরের প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়ার দাবি তুলেছে তাদের ফেসবুক ভেরিফায়েড পেইজে একটি পোস্টের মাধ্যমে। তার পরিপ্রেক্ষিতেই এ কথাগুলো বলছিলেন গুলজার।

এ বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশের যেসব শিল্পীকে ‘বস টু’ ছবিতে দেখানো হয়েছে তাদের বেশিরভাগকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। তারা যদি এক্সট্রা শিল্পীও হয়ে থাকে তাহলে এ ছবিতে এরকম ভারতের এক্সট্রা শিল্পী ২০০ জন রয়েছে। আর দেখেই বোঝা যায় বাংলাদেশের লোকেশনে খুব কম কাজ হয়েছে। ছবির বেশির ভাগ শুটিং ভারত ও অন্যান্য দেশে হয়েছে। এ ছবিতে নুসরাত ফারিয়া ও অমিত হাসান ছাড়া কেউই উল্লেখযোগ্য কোনো চরিত্রে অভিনয় করেনি। আর প্রিভিউ কমিটিতে আমি একা ছিলাম না। সবার মতামত সাপেক্ষেই সেন্সর বোর্ডের নিকট চিঠি প্রদান করেছেন প্রিভিউ কমিটির সভাপতি ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।

এদিকে এর আগে বৃহস্পতিবার জাজের ফেসবুকে পেজে লেখা হয়, ‘বস টু’ সিনেমা প্রিভিউ কমিটি দেখে বলেছে, বাংলাদেশ থেকে তেমন কোনো আর্টিস্ট নেয়া হয়নি। শুধু নুসরাত ফারিয়া ও আমিত হাসান ছিল। কিন্তু ‘বস ২’ ছবিতে নুসরাত ফারিয়া, অমিত হাসান ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, সুষমা সরকার, আমিন সরকার, সীমান্ত, শাহেদ আলী, দেলোয়ার, ফারুক, রাজা, কাদের, নেপালি, তাসনিয়া, জেবা, সাজিদ এবং জয়। প্রিভিউ কমিটিতে মূলত বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন থাকে আর চলচ্চিত্রের মানুষ বলতে পরিচালক মুশফিকুর রহমান গুলজার সাহেব ও প্রযোজক নাসির উদ্দিন দিলু ভাই থাকেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এদের সবাইকে নাও চিনতে পারে। কিন্তু এদের তো গুলজার সাহেবের চেনার কথা! তাহলে উনি কি চিনেও না চেনার ভান করেছেন, জাজের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে। তাহলে তো উনি নিরপেক্ষতা হারিয়েছেন। সেই ক্ষেত্রে সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব উনাকে প্রিভিউ কমিটি থেকে সরিয়ে দেয়া। আবার যদি উনি সত্যি না চিনে থাকেন, তাহলে তো উনি অযোগ্য এই পদে, সেই ক্ষেত্রেও উনাকে এই পদ থেকে সরিয়ে দেয়া উচিত।


মন্তব্য করুন