Select Page

জাজের আরও ২০০ হল

জাজের আরও ২০০ হল

Jaaz-Multimedia-Logo-235x275জাজ মাল্টিমিডিয়া প্রাথমিকভাবে দেশের ৪০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিলেও নানা প্রতিকূলতার মধ্যে প্রায় ১০০টি সিনেমা হলকে ডিজিটাল করে তারা। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এ বছর আরও ২০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

আগামী জুনের মধ্যে ১৫০টি এবং পরের ৬ মাসে আরও ৫০টি সিনেমা হলকে ডিজিটাল করা হবে।

বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমার ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে আমাদের উন্নতমানের টেকনোলজিনির্ভর সিনেমা নির্মাণের যেমন বিকল্প নেই, তেমনি সিনেমা হলগুলোর আধুনিক সংস্করণও অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। সব কিছু হিসাব-নিকাশ করেই ২০১৪ সালে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। কেবল নতুন ২০০ সিনেমা হলকেই ডিজিটাল করব না, পাশাপাশি আরও কিছু নতুন মুখ নিয়ে আসব চলচ্চিত্রে। ২০১৪ সালে কমপক্ষে ১২টি নতুন সিনেমা নির্মাণ করব আমাদের প্রতিষ্ঠান থেকে।’


মন্তব্য করুন