Select Page

জাজের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রনি

জাজের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রনি

shakib-roni

মেন্টাল’খ্যাত শামীম আহমেদ রনি কোরবানির ঈদের জন্য নির্মাণ করতে যাচ্ছেন ‌‘বসগিরি’। সিনেমাটি শুটিং ফ্লোরে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। এর মাঝেই জাজ মাল্টিমিডিয়া চ্যালেঞ্জ জানিয়েছে। ‘বসগিরি’কে ঠেক্কা দেবে মালেক আফসারী পরিচালিত ও পরী মনি অভিনীত ‘রক্ত’।

সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন রনি। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সোমবার দুপুরে।

তিনি লেখেন, “জাজ মাল্টিমিডিয়া- বাংলাদেশের সব চাইতে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। একই সাথে একটি প্রযোজনা প্রতিষ্ঠান নিজেই কিভাবে স্টার হতে পারে সেটি অবশ্যই তারা করে দেখিয়েছে। যদিও এসব বলা আমার স্ট্যাটাসের উদ্দেশ্য না। জাজ থেকে সুপারহিট মুভির মাস্টার মেকার মালেক আফসারী ভাই ‌‘রক্ত’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। ছবিটি আগামী কোরবানির ঈদের জন্য নির্মিত হচ্ছে। কোরবানির ঈদের জন্য আমিও বানাচ্ছি ‘বসগিরি’। আফসারী ভাইকে শুভ কামনা জানিয়ে জাজের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেখানে ‘রক্ত’র সাথে ‘বসগিরি’কে ছুঁড়ে দেয়া হয়েছে চ্যালেঞ্জ। আমার শুভাকাঙ্ক্ষীদের এমনটাই ধারণা। তাই তারা আমার ইনবক্স ভরে ফেলেছে। সবাইকে ইনবক্সে উত্তর না দিয়ে তাই স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছি-

১। শ্রদ্ধেয় মালেক আফসারী ভাইয়ের সাথে আমার কোন তুলনা কখনো-কোনভাবেই চলে না। উনার পর্যায়ে শুধু না, উনার কিছুটা কাছাকাছি যেতেও আমার আরো বিশ বছর সাধনা করতে হবে।

২। এটাও মাথায় রাখতে আমার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজের মতো প্রতিষ্ঠিত না। খান ফিল্মস যাত্রা শুরু করল মাত্র। ‘বসগিরি’ এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র।

৩। কিন্তু ইয়েস… ‘রক্ত’ ভার্সেস ‘বসগিরি’ চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। জেনে-বুঝেই নিচ্ছি।

৪। এর মধ্য দিয়ে আগামী কোরবানির ঈদের জন্য শুরু হয়ে গেলো ঈদের ছবির ঘোষিত লড়াই।

৫। জাজের এই চ্যালেঞ্জের জন্য আমি আমার মুভিটা ইনশাআল্লাহ আরো বেশি ভালো করার চেষ্টা করবো।

৬। আর কোন কথা না, শুধু সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো- ‘I just love racing. I just love the challenge of beating somebody else, and on many occasions, even beating myself.”

‘বসগিরি’র প্রধান চরিত্রে থাকছেন শাকিব খান। তবে নায়িকা কে হবেন– তা এখনো জানানো হয়নি।


মন্তব্য করুন