Select Page

জাজের নতুন নায়িকা ডা. মাহা

জাজের নতুন নায়িকা ডা. মাহা

আবারও নতুন নায়িকা সামনে আনলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। নাম মাহা। সিনে দুনিয়ার বাইরে তিনি একজন এমবিবিএস ডাক্তার!

জাজ জানায়, তাদের নতুন ছবি ‘পাপ’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হচ্ছেন চিকিৎসক মাহা।

নির্মাতা সৈকত নাসির এটি তৈরি করছেন। ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির কাজ। এতে মুখ্য ভূমিকায় আছেন জিয়াউল রোশান ও ববি হক। সঙ্গে থাকবেন মাহা।

বিষয়টি নিয়ে জাজ জানায়, শুধু রূপে ও মেধায় নয়, উচ্চতাতেও প্রতিষ্ঠানটির আবিষ্কৃত অন্য নায়িকাদের চেয়ে এগিয়ে মাহা। লম্বায় সে ৫ ফিট ৭ ইঞ্চি।

নায়িকা হয়ে আসছেন এমবিবিএস ডাক্তার
নির্মাতা সৈকত নাসির বলেন, ‘অনেকদিন পর জাজের কাজ করছি। আজিজ ভাই (প্রযোজক) চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি ও রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে। থাকছেন মাহাসহ আরও একজন নতুন নায়িকা।’

এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় মাহা দাবি করেছেন, তিনি এমবিবিএস পাস করেছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কিছুদিন প্র্যাকটিস করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। তবে বাবার মৃত্যুর পর তিনি এখন তাঁর ব্যবসা সামলাচ্ছেন। সিনেমার কাজ শেষ করে আবার ফিরবেন ডাক্তারি পেশায়।

নবাগত মাহা আরও জানিয়েছেন, তিনি একসঙ্গে জাজের তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ‘পাপ’ ছাড়া অন্য সিনেমা নিয়ে এখনই মুখ খুলতে চান না তিনি।

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজের প্রথম আবিষ্কার ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রতিষ্ঠানটির হাত ধরেই সিনে জগতে এসেছেন নুসরাত ফারিয়াসহ বেশ কয়েকজন। সর্বশেষ এই তালিকায় নাম এলো মাহার।


Leave a reply