Select Page

নায়ক-নায়িকার নাম জানিয়ে পুরস্কার নিন

নায়ক-নায়িকার নাম জানিয়ে পুরস্কার নিন

abdul-aziz-malek-afsari

মাস দুয়েক আগে শোনা গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার ‌ব্যানারে ‘রক্ত’ (Fight for blood) পরিচালনা করছেন মালেক আফসারী। এবার এলো চূড়ান্ত ঘোষণা। পাশাপাশি নায়ক-নায়িকা নির্বাচনে থাকছে চমক। এমনকি তাদের নাম অনুমান করার মাধ্যমে পুরস্কারও জিততে পারেন দর্শক।

জাজ থেকে জানানো হয়েছে ‘রক্ত’র কাহিনী ও সংলাপ লিখেছেন মরহুম ফারুক আহমেদ, আব্দুল্লাহ জহির বাবু ও পেলে ভট্টাচার্য। সুর ও সঙ্গীত করছেন কলকাতার স্যাভি ও আকাশ। অ্যাকশন দৃশ্য করবেন জাইকা (থাইল্যান্ড, অগ্নি ও অগ্নি ২ এর ফাইট ডিরেক্টর) ও রাজেশ (চেন্নাই, চেন্নাই এক্সপ্রেসের ফাইট ডিরেক্টর)। কোরিওগ্রাফি করবেন জয়েস (মুম্বাই)।

৫ কোটি টাকা বাজেটের সিনেমাটির লোকেশন বাংলাদেশ, ভারত ও থাইল্যান্ড। নায়ক-নায়িকা দুই-ই নেওয়া হবে বাংলাদেশ থেকে। এখানে দর্শকের জন্য ধাঁধা রেখেছে প্রতিষ্ঠান। দর্শকদের জানাতে হবে এ সিনেমার নায়ক-নায়িকা কারা। সঠিক উত্তরদাতাকে (একাধিক হলে লটারি করে একজনকে) মহরত এর দিন একটি ৩৬” এলইডি পুরস্কার দেওয়া হবে।

২৮ এপ্রিল এক জমকালো আয়োজনে ‘রক্ত’র বিস্তারিত জানানো হবে।

এ দিকে শোনা যাচ্ছে জাজের ব্যানারে চতুর্থ নায়িকার আবির্ভাব হতে যাচ্ছে। তবে ক্ষেত্রে আনকোড়া নায়িকা নিলে দর্শকদের পক্ষে লটারিতে অংশ নেওয়া সম্ভব হবে না।

আরও শোনা যাচ্ছে, জাজের ব্যানারে মাহিকে ফেরানোর চেষ্টা চলছে। মালেক আফসারীর পরিচালনায় ‘ধামাকা’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল মাহির। তবে পরে তা হয়নি। সে সময় আফসারী জানান, মাহিকে নিয়ে তিনি সিনেমা বানাবেন। তবে তা জাজের ব্যানারে হবে কি-না জানা যায়নি।


মন্তব্য করুন