Select Page

জাজের সিনেমায় পিয়ার অভিষেক (ভিডিও)

জাজের সিনেমায় পিয়ার অভিষেক (ভিডিও)

jannatul-ferdous-piya

মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়াকে খুব বেশি সিনেমায় বা চ্যালেঞ্জিং রোলে দেখা যায়নি। কিন্তু যতটুকু সময়ই অভিনয় করেন দর্শকের মনোযোগ ধরে রাখতে পারেন তিনি।

সম্প্রতি প্রকাশিত জাজ মাল্টিমিডিয়ার ‘প্রেম কি বুঝিনি’ সিনেমার ‘অভিমানী মন’ গান সে রকম আরেকটি উদাহরণ। ক্যামেরার সামনে পিয়ার সাবলীলতা সবাইকে মুগ্ধ করল।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ওম ও শুভশ্রী। ইতোমধ্যে টিজার ও একাধিক গান প্রকাশ হয়েছে। এ প্রথম দেখা দিলেন পিয়া।

‘প্রেম কি বুঝিনি’তে পিয়ার চরিত্র অতিথি শিল্পীর। সম্ভবত এ গানের বাইরে খুব বেশি দৃশ্যে দেখা যাবে না। তবে ওমের হবু স্ত্রীর চরিত্রে অভিনয় করায় পিয়াকে চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওমের সঙ্গে আংটি বদল ও অন্য দুই তারকার সঙ্গে খুনসুটিতে দেখা যায় তাকে।

সিনেমাটি ভারত-বাংলাদেশে মুক্তি পাবে ৭ অক্টোবর।

এদিকে বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের অক্টোবর সংখ্যায় কাভার গার্ল হিসেবে দেখা যাবে পিয়াকে।


মন্তব্য করুন