Select Page

জাজের সিনেমায় ববি, নায়ক রোশান

জাজের সিনেমায় ববি, নায়ক রোশান

অনেকবারই শোনা গিয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা করছেন ববি। এবার তা সত্যি হতে যাচ্ছে। তার সঙ্গে নায়ক হবেন অপেক্ষাকৃত নবীন অভিনেতা রোশান। ছবির শিরোনাম ‘বেপরোয়া’।

ছবিটি পরিচালনা করবেন কলকাতার চলচ্চিত্র পরিচালক রাজা চন্দ। তবে এটি যৌথ প্রযোজনার ছবি নয় বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা জাজ।

মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।

জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, শুধু পরিচালক ছাড়া এ ছবির গল্প, চিত্রনাট্য, শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সবাই বাংলাদেশি। বিগ বাজেটের ছবিটি নির্মাণ করা হবে এবং শুধু বাংলাদেশে নয়, ভারত ও বিশ্বের অন্যান্য স্থানে মুক্তি দেওয়া হবে। ঈদের পরই ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত ও ইউরোপের কয়েকটি দেশে ছবির দৃশ্যায়ন চলবে।


মন্তব্য করুন