Select Page

জাজের সিনেমায় শেষবার মিশা!

জাজের সিনেমায় শেষবার মিশা!

যৌথ প্রযোজনা নিয়ে জটিলতার কারণে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মিশা সওদাগরের সম্পর্ক ভালো নয়। এমনকি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে খলনায়ককে কথার বাণে নাজেহালের চেষ্টা করেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। মিশার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নও তোলেন।

হালে জাজ যৌথ প্রযোজনাকে নিজেদের প্রাণ ভ্রমরা মানছে, অন্যদিকে যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে মিশা ও তার দল আছেন মাঠে— ফলত সম্পর্ক ভালো হওয়ার কথা নয়।

এবার দেখা গেল জাজের সিনেমায় মিশা সওদাগরকে। সদ্য প্রকাশিত সৈকত নাসিরের ‘পাষাণ’-এর ট্রেলারে দেখা গেছে মিশাকে।

যদিও এ সিনেমার কাজ শুরু হয় ২০১৬ সালে। প্রযোজনা নিয়েও নানান গুঞ্জন আছে মিডিয়ায়। সে যাই হোক— জাজের সিনেমায় মিশাকে দেখা যাওয়া একটা আকর্ষণ। আর যেহেতু পরিচালকের আসনে আছেন সৈকত নাসির। দর্শক মার মার কাট কাট কিছু পাচ্ছেন— বলা যায়।

দেখা যাক কতদূর কী হয়!

প্রশ্ন হলো— এটাই কি জাজের প্রযোজনায় মিশার শেষ ছবি? এভাবে শেষ বলার মানে হয়। ভবিষ্যতই না হয় বলুক— কী ঘটে!


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares