Select Page

‘জাজ চেষ্টা করছে যাতে সুপার হিরো মুক্তি পায়’

‘জাজ চেষ্টা করছে যাতে সুপার হিরো মুক্তি পায়’


ঈদুল ফিতরে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ মুক্তি পাবে কি-না এই নিয়ে এখনো সংশয় কাটেনি। অন্য প্রযোজকদের তোলা অভিযোগের কারণে মূলত আটকে আছে সিনেমাটি। তবে সিনেমাটি যাতে মুক্তি পায় সেই চেষ্টা করছেন বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানালেন তিনি। তিনি লেখেন—

‘ঈদ মানে উৎসব।
আর উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দেয় ভালো সিনেমা।
জাজ মনে করে “সুপার হিরো” ভালো সিনেমা। আর হল বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমার কোন বিকল্প নেই।।
জাজ আছে “সুপার হিরো” এর সাথে।
হয়তো “সুপার হিরো” আসলে “পোড়ামন ২” এর ২৫টা হল কমে যাবে।
যাক কমে। তবুও ভালো সিনেমা আসুক, হল বাচুক।
“পোড়ামন ২” অনেক ভালো সিনেমা। ঈদ পরবর্তীতে হল ঠিকই পাবে ইনশাল্লাহ।
এই মুহূর্তে জাজ চেষ্টা করছে যাতে “সুপার হিরো” মুক্তি পায়।
ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়ায় চিত্রায়িত ‘সুপার হিরো’র প্রধান দুই চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলি।


মন্তব্য করুন