Select Page

জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি!

Dighiবছর দুয়েক আগে চলচ্চিত্র থেকে সাময়িক বিদায় নেয়া জনপ্রিয় শিশুশিল্পী দিঘী তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। ছবিগুলো হল – কাবুলিওয়ালা, এক টাকার বউ এবং চাচ্চু আমার চাচ্চু। সম্প্রতি জানা গিয়েছে, এ সকল পুরস্কারের মধ্যে এক টাকার বউ -এর জন্য প্রাপ্ত পদকটি চুরি হয়ে গেছে দিঘীর বাসা থেকে।

সংবাদ মাধ্যমকে দিঘীর বাবা সুব্রত জানিয়েছেন, পদকটি যে চুরি হয়েছে তা প্রথমে তারা বুঝতে পারেন নি, ভেবেছিলেন কেউ পরিষ্কার করার জন্য বের করেছে। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হয়েছেন – পদকটি চুরিই হয়েছে।

প্রথমদিকে বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নিলেও থানায় জেনারেল ডায়রির সিদ্ধান্ত নিয়েছেন সুব্রত।

উল্লেখ্য, একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে মাত্র তিন বছর বয়সে অভিনয় করে সবার মন কেড়ে নিতে সক্ষম হন দিঘী। তারপর মোট ৩৬টি চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন দিঘী। তার মা চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল মারা যাওয়ার পর দিঘী চলচ্চিত্র থেকে সাময়িক বিদায় নেন। মা’র স্বপ্ন পূরণের জন্য বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দিঘী।

 


মন্তব্য করুন