Select Page

জায়েদ খানের অপরাধী বাদশা

জায়েদ খানের অপরাধী বাদশা

59782_e9জায়েদ খানের নতুন ছবির নাম ‘অপরাধী বাদশা’। যাদু আজাদ পরিচালিত  এ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে থাকবেন নতুন নায়িকা সিমি ইসলাম কলি।

সম্প্রতি গান রেকডিংয়ের মাধ্যমে ছবির মহরত হয়ে গেল। মহরতে এস আই টুটুলের কণ্ঠে একটি গান রেকর্ড করেন পরিচালক। এরপর গান রেকর্ড করেছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও মিমির কণ্ঠে।

গানগুলোর সংগীত পরিচালনা করেন বিপ্লব।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মীয়মাণ ‘অপরাধী বাদশা’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন নবাগতা সাথী, হৃদয়, ডন, মিশা সওদাগর ও যাদু আজাদ।

ঈদের পর থেকে একটানা শুটিং হবে এ ছবির।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন