Select Page

জিতের বিপরীতে নুসরাত-শুভশ্রী

জিতের বিপরীতে নুসরাত-শুভশ্রী

জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নতুন সঙ্গী হচ্ছে কলকাতার নায়ক জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। দুই প্রতিষ্ঠানের প্রথম সিনেমা হলো ‘বস টু’। জিতের হিট সিনেমার সিক্যুয়াল হিসেবে নির্মিত হবে ‘বস টু’।

প্রথমটির নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে আরো যুক্ত হচ্ছেন নুসরাত ফারিয়া। পরিচালনা করছেন বাবা যাদব

সপ্তাহ কয়েক আগে খবর ছড়িয়ে পড়ে— ‘বস টু’তে শুভশ্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন নুসরাত। খবরটি সত্যতা স্বীকার করেন ‘আশিকি’ নায়িকা। এর পরপরই শুভশ্রীর ভক্তরা টুইটে প্রতিবাদ জানান। অনেকে নুসরাতকে সরে যাওয়ার অনুরোধও করেন।

নির্মাতা বাবা যাদবের সাম্প্রতিক একটি টুইট থেকে জানা যায়— তিনি ড্রিম প্রজেক্ট শুরু করেছেন। ট্যাগ করেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলীকে। তা থেকে ধারণা করা হচ্ছে দুই দেশের দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন জিৎ।

আরো শোনা যাচ্ছে, ‘বস’ দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেক হলেও সিক্যুয়ালটি হবে মৌলিক কাহিনী নির্ভর। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। জানুয়ারিতে সিনেমাটির ক্যামেরা ওপেন হতে পারে।

এর আগে ‘বাদশা দ্য ডন’ সিনেমায় জুটি বাধেন জিৎ ও নুসরাত ফারিয়া। ওই সিনেমার পরিচালকও ছিলেন বাবা যাদব। তবে অন্য নায়িকা শ্রদ্ধা দাসকে নতুন সিনেমাটিতে দেখা যাবে না।


মন্তব্য করুন