Select Page

জিতের সঙ্গে ফারিয়ার শুটিং হয়েছে-হয়নি!

জিতের সঙ্গে ফারিয়ার শুটিং হয়েছে-হয়নি!

nusrat-faria-jeet

ঢাকায় এসে বেশ কয়েকদিন শুটিং করে গেলেন জিৎ। এরপর নুসরাত ফারিয়া গেলেন কলকাতায়। এখন শোনা যাচ্ছে জিতের সঙ্গে নাকি ‘বাদশা’ সিনেমার শুটিংই করেননি ফারিয়া!

রোববার এমন খবর দিল কালের কণ্ঠ। বরাত দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার। তিনি বলেন, ‘জিতের সঙ্গে ফারিয়ার মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। বাংলাদেশে দুজনের বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। অথচ জিৎ সেটা না করেই কলকাতা ফিরে গেছেন। এদিকে ২৮ মার্চ এই ছবির শুটিংয়ের জন্য কলকাতা যান ফারিয়া। কিন্তু জিতের শিডিউল না পাওয়ায় শুটিং হলো না! এবার নতুন শিডিউল ২৩ এপ্রিল থেকে। মে মাসে দুজনের শুটিং হওয়ার কথা যুক্তরাজ্যেও। জানি না জল কত দূর গড়ায়!’

এ দিকে শনিবার জিতের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ফারিয়া মানব জমিনকে জানান, ‘বাদশা’ ছবিতে জিত বেশ সহযোগিতা করেছেন। প্রথম দিনেই আমাদের একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে হয়। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির দৃশ্য ছিল এটি। কাজের ক্ষেত্রে তিনি বেশ পেশাদার। প্রথম দিন থেকে আজ অবধি প্রতিটি দৃশ্য করার আগে একাধিকবার আমাকে রিহার্সেল করতে হয়েছে। আর এ ব্যাপারে তার মধ্যে কোনো বিরক্তি ভাব দেখিনি। পর্দা কিংবা পর্দার বাইরে তিনি স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। ছবির কাজও ভালো হয়েছে। তাই ‘বাদশা’ ছবিটি নিয়ে আমি আশাবাদী।

দু্ই পত্রিকার খবর একদম উল্টো। তাহলে কোনটি সত্য!


মন্তব্য করুন