Select Page

জিৎ-রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে অনিশ্চয়তা

জিৎ-রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে অনিশ্চয়তা

রায়হান রাফীর পরিচালনায় ‘লায়ন’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে কলকাতার জিতের। সঙ্গে থাকছেন ঢাকার শরিফুল রাজ। মাস খানেক আগে এমন তোলপাড় ঘোষণার পর জানা যাচ্ছে, পূর্ব ঘোষিত সময়ের শুরু হচ্ছে না শুটিং। ঠিক সেই কারণে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনাও ফিকে হয়ে গেল।

‘লায়ন’ সম্পর্কে গত ২ অক্টোবর রায়হান রাফী বলেন, ‘বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি, যা দেশের দর্শক আগে দেখেনি। এটি নানা বৈচিত্র্যের থ্রিলার সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুনভাবে পর্দায় আসছেন। বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা বলব, আমার “পরাণ”, “সুড়ঙ্গ”, “তুফান”–এর চেয়েও “লায়ন-১” বেশি আলোচিত হবে। সেভাবেই আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি।’

আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’–এর শুটিং করতে যাচ্ছেন বলেও জানান রাফী। আরো জানিয়ে রাখেন, সিনেমাটি তিনটি কিস্তিতে শেষ হবে। ‘লায়ন-১’ থেকে ‘৩’। প্রথম কিস্তি আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চান। পর্যায়ক্রমে শুটিং হবে। বাংলাদেশ ও কলকাতার বড় অংশের দর্শক ধরার টার্গেট রয়েছে।

তবে এখন জানা গেল আপাতত ‘লায়ন’ হওয়ার সম্ভাবনা নেই। বাজেট জটিলতায় হচ্ছে না সিনেমাটি। অবশ্য রায়হান রাফীর ভাষ্য, ‘লায়ন’ আগামীতে হবে। যেহেতু বড় পরিসরে কাজ করবো এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

ঘোষণায় ‘লায়ন’ নিয়ে গল্প কী তা বলতে চাননি রায়হান রাফী। তবে জানিয়েছিলেন, এমন প্রেক্ষাপট আগে কেউ দেখেননি। ‘আমরা শুধু গল্পের আঁচ দিতে পারি। ৭০ শতাংশ শুটিং হবে সাগরের মাঝে। সাগরের মাঝেই পুরো অ্যাকশন। জাহাজ, স্পিডবোট, হেলিকপ্টার আর গল্পের উত্তেজনায় দর্শক বুঁদ হয়ে থাকবে।’

২০২৫ সালের রোজার ঈদে যে ‘লায়ন’ মুক্তি পাচ্ছে না, তা এখন পুরোপুরি নিশ্চিত। জানা গেছে, রোজার ঈদের জন্য এরইমধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি শুরু করেছেন রাফী।


Leave a reply