Select Page

জীবনীর নাম ‘বুলবুল’

জীবনীর নাম ‘বুলবুল’

গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের জীবন ও কর্ম নিয়ে তৈরি হচ্ছে বই। নাম দেওয়া হয়েছে ‘বুলবুল’। লেখক গাজী তানভীর আহমদ। বইটি হবে প্রায় সাড়ে তিন শ পৃষ্ঠার। এরই মধ্যে প্রায় অর্ধেক কাজ শেষ।

গাজী তানভীর আহমদ বলেন, ‘কয়েক মাস আগে বইটির কাজ শুরু করি। ইচ্ছা ছিল এবারের বইমেলায় প্রকাশ করার। কিন্তু বুলবুল ভাইয়ের জীবন ও কর্ম এতই বর্ণাঢ্য যে শেষ করা সম্ভব হয়নি। মাস দুই-তিনেকের মধ্যে বাকি কাজ শেষ হবে। তখনই এটি প্রকাশকদের হাতে তুলে দেওয়া হবে। ’

তিনি আরো জানান, বুলবুলের সম্মতি নিয়েই বইটি লিখছেন। এ জন্য প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে বসছেন। বইয়ে বুলবুলের বেড়ে ওঠা, কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সংগীত সাধনা এবং জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরবেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘বইটি করার বিষয়ে তানভীর খুব আগ্রহ দেখিয়েছে। তাই সম্মতি দিয়েছি। আমি চাই বইয়ে সঠিক তথ্য উঠে আসুক। ’

বইটির প্রচ্ছদ করছেন ধ্রুব এষ।


মন্তব্য করুন