Select Page

জীবনের নতুন পর্বে মাহি

জীবনের নতুন পর্বে মাহি

mahi

‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায়।’— নিজের বর সম্পর্কে কথাগুলো বলেন মাহি

বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান। জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

কয়েক বছর ধরে শোনা যাচ্ছে মাহির সঙ্গে সিলেটের এক তরুণের সম্পর্ক রয়েছে। তাদের নানা সময়ে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। সে সম্পর্ক এবার পরিণতি পেল।

২০১২ সালের ৫ অক্টোবর শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’-এ অভিনয়ের মধ্য দিয়ে মাহিয়া মাহির চলচ্চিত্র অভিষেক ঘটে। একইসঙ্গে আত্মপ্রকাশ করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও নায়ক বাপ্পী। মাহি অভিনীত অন্য ছবির মধ্যে রয়েছে ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘অগ্নি-টু’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘অনেক দামে কেনা’। নির্মাণ চলতি চলচ্চিত্র হচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। চলতি মাসেই শুরু হচ্ছে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’।


মন্তব্য করুন