Select Page

জুটি হিসেবে রজত জয়ন্তী’তে মৌসুমী-ওমর সানী

জুটি হিসেবে রজত জয়ন্তী’তে মৌসুমী-ওমর সানী

# বাস্তব জীবনের জুটি মৌসুমী-ওমর সানী পর্দা জুটি হিসেবে রজত রজন্তীতে পদার্পণ করলেন
# ১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পায় দিলীপ সোম পরিচালিত ‘দোলা’
# গল্প, অভিনয় ও গানে মনোযোগ কাড়ে সিনেমাটি

সিনেমার পর্দায় জুটি হিসেবে তারা রজত জয়ন্তীতে পদার্পণ করেছেন মৌসুমী-ওমর সানী। ১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পায় দিলীপ সোম পরিচালিত ‘দোলা’। মৌসুমী সরল অবতার, দ্বন্দ্বমুখর গল্প, রোমান্স ও গান মিলে দর্শকের কাছে পৌঁছে যায়। সিনেমাটির জনপ্রিয়তা জুটি হিসেবে তাদের প্রতিষ্ঠিত করে। ‘দোলা’র পরিণতি বিয়োগান্তক হলেও বাস্তব জীবনে তারা বিয়ে করেন।

পরে এ জুটি ‘আত্ন অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ , ‘সাহেব নামে গোলাম’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।

এ প্রসঙ্গে নিজের সম্পাদিত নিউজ পোর্টাল ইয়েস নিউজ বিডিকে মৌসুমী বলেন, ‘সিনেমার পর্দায় জুটি হিসেবে আমাদের পথচলার এতোটা সময় পেরিয়ে গেছে সেটা আসলে আলাদা করে ভাবার সুযোগও পাইনি। আমাদের দীর্ঘদিনের এই পথচলায় যে যে যার যার অবস্থান থেকে আমাদের পাশে ছিলেন আমরা সবার প্রতিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। একজন শিল্পী বা জুটি সকলের আন্তরিক চেষ্টাতেই জুটি বা একজন পূর্ণাঙ্গ শিল্পীতে পরিণত হন। দোলা থেকে শুরু করে আজকের মধুর ক্যান্টিন পর্যন্ত আমাদের পথচলাকে সমৃদ্ধ করতে যারাই আন্তরিকতা নিয়ে পাশে ছিলেন তাদের প্রতি মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ওমর সানী বলেন, ‘সিনেমার পর্দায় আমার এবং মৌসুমীর পথচলার পঁচিশ বছর কীভাবে যে পেরিয়ে গেলো তা টেরই পাইনি। সবই আল্লাহর ইচ্ছে। দর্শকের ভালোবাসা আমরা এতোটা পথ এতো সুন্দরভাবে পাড়ি দিতে পেরেছি এ জন্য দর্শকের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, দর্শকের জন্য সবসময়ই আমাদের ভালোবাসা থাকেব। আমি এবং মৌসুমী সবসময়ই আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের সুস্থ রাখেন।’

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহ’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে সিনেমায় মৌসুমীর যাত্রা শুরু হয়। রূপালী পর্দায় তার যাত্রার ২৫ বছর গেল মার্চে পূর্ণ হয়েছে।

চলচ্চিত্রে ওমর সানীর সম্পৃক্ততা নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে হলেও দর্শকের সামনে ওমর সানীকে প্রধান নায়ক হিসেবে তুলে ধরেন পরিচালক দারাশিকো ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি।


মন্তব্য করুন