Select Page

জুলিয়েট সারা জেরিন

জুলিয়েট সারা জেরিন

sara jerinশেক্সপিয়রের কালজয়ী জুলিয়েট চরিত্রে  অভিনয় করেছেন সারা জেরিন। চলচ্চিত্রের নাম ‘রোমিও ২০১৩’। রাজু চৌধুরীর পরিচালনায় এ ছবিতে সারার নায়ক বাপ্পী

২০১৩ সালের ঢাকা শহরের রোমিও জুলিয়েটের প্রেম সম্পর্ক নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে।  আসছে সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তিনি নায়ক বাপ্পীর সঙ্গে এর আগে অভিনয় করেছেন ‘অন্যরকম ভালবাসা’ ছবিতে। সম্প্রতি জাকির হোসেন রাজুর পরিচালনায়  ‘ভুলতে পারি না তারে’ ছবিতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত হয়েছেন তিনি।  এ ছবিতে সারার নায়ক সায়মন

বর্তমানে সারা ‘রোমিও ২০১৩’ ছবির প্রচারণার জন্য একাধিক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, সারা জেরিন প্রথম অভিনয় করেন ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রে। জাকির হোসেন রাজুর পরিচালনায় ওই ছবিতে তার নায়ক ছিলেন সাইমন।

সুত্র: মানব জমিন


মন্তব্য করুন