Select Page

জেমসের না

জেমসের না

untitled-21_16551.gifবলিউডে এ বছর ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে ‘বেবাসি’ গানটি গেয়ে ঝড় তুলেছেন জেমস। এরপর থেকে দেশের কয়েকটি ছবিতে গাওয়ার প্রস্তাব আসছে তার দুয়ারে। কিন্তু সব প্রস্তাবই তিনি ফিরিয়ে দিয়েছেন।

সর্বশেষ অনিমেষ আইচ তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’তে গান গাওয়ার প্রস্তাব রাখেন নগরবাউলের কাছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় তিনি রাজি হননি।

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, কয়েকটি অনলাইন নিউজ সার্ভিসে প্রকাশিত ‘জিরো ডিগ্রি’তে জেমসের গান গাওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা।

এ প্রসঙ্গে জেমস বলেছেন, ‘আমার কাছে প্রায়ই চলচ্চিত্রে গাওয়ার প্রস্তাব আসে। কিন্তু প্রস্তাব এলেই আমি গাইতে রাজি হয়েছি এমন খবর পরিবেশন করা ঠিক নয়। আলোচনা চূড়ান্ত না হওয়ার পরও সংবাদমাধ্যমে আমার গান গাওয়ার খবর প্রকাশ হওয়ায় আমি বিস্মিত।’


আমাদের সুপারিশ

১ টি মন্তব্য

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares