Select Page

জোড় বছরে ‘রক্ত’, বেজোড়ে ‘অগ্নি’

জোড় বছরে ‘রক্ত’, বেজোড়ে ‘অগ্নি’

rokto-agnee-pori-moni-mahi-jaaz

কয়েকদিন আগে জাজ মাল্টিমিডিয়াঅগ্নি’ সিক্যুয়ালের ঘোষণা দিয়ে আলোচনার ঝড় তোলে। এবার জানালো, ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘রক্ত’ এক কিস্তিতে সীমাবদ্ধ থাকবে না।

মঙ্গলবার এফডিসিতে ‘রক্ত’র মুক্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

দুই সিনেমা নিয়ে তিনি জানান, জোড় বছরে মুক্তি পাবে ‘রক্ত’ সিক্যুয়াল, বেজোড় বছরের আসবে ‘অগ্নি’ সিক্যুয়াল।

‘রক্ত’র পরবর্তী কিস্তিতে পরী মনিই থাকতে পারেন। ‘অগ্নি’ নিয়ে প্রতিষ্ঠানটি চমকই রেখেছে। তবে নানা সূত্র বলছে, মাহিই ফিরবেন জাজের প্রথম সিক্যুয়াল সিনেমাটিতে।

এদিক ‘রক্ত’ সিক্যুয়াল প্রসঙ্গে আজিজ বলন, “রক্ত’-এর গল্প অনেকটা লেডি জেমস বন্ড স্টাইলের। তাই সিরিজ বা সিক্যুয়াল যা-ই বানাই না কেন গল্পের অভাব হবে না। ‘মাসুদ রানা’ সিরিজ ফলো করলেই তো অনেক গল্প বেরিয়ে আসবে। ‘রক্ত’ হিট হলে আমরা ‘রক্ত টু’ বানাবো। নতুন সিনেমার গল্প হবে গুলশানের হলি আর্টিসানের হামলা নিয়ে।”

এখন দেখার বিষয় জাজের পরিকল্পনা মাঠে কখন ও কিভাবে গড়ায়!


মন্তব্য করুন