Select Page

জয়া চরিত্রে জয়া আহসান

জয়া চরিত্রে জয়া আহসান

‘হাসিনা আ ডটার্স টেলস’ সিনেমার পরিচালক পিপলু আর খানের সঙ্গে জয়া আহসানের সিনেমা।  গত বছর কভিডের মাঝে শুটিং শেষে তারা কিছু ছবি প্রকাশ করেছিলেন। তারপর বছরখানেক একদম চুপ। এবার পোস্টার প্রকাশের মাধ্যমে ঘোষিত হলো নাম।

”জয়া আর শারমিন ‘ ছবির দৃশ্য

মজাই বিষয় হলো, ছবিতে প্রযোজক জয়া আহসান নিজের নাম অর্থাৎ জয়া চরিত্রে হাজির হচ্ছেন।  তার সঙ্গে আছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসিনা আক্তার।

আজ বৃহস্পতিবার ‘জয়া আর শারমিন ‘ ছবির পোস্টার প্রকাশ করে জয়া লেখেন- অবশেষে, “জয়া আর শারমিন”। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারন অভিজ্ঞতায় শ্যুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে।

আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।


মন্তব্য করুন