Select Page

জয়ের ‘পাপ কাহিনী’তে ইমন-সাবা-তমা চূড়ান্ত, বাকি আরেকজন?

জয়ের ‘পাপ কাহিনী’তে ইমন-সাবা-তমা চূড়ান্ত, বাকি আরেকজন?

নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়, নাম ‘পাপ কাহিনি’। এটি জয়ের তৃতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে।

এ ছবিতে থাকছেন দুই নায়িকা— তমা মির্জা ও সোহানা সাবা। দুই নায়কের একজন ইমন। অন্য একটি চরিত্রে ভাবা হচ্ছে নীরবকে।

পরিচালক জয় জানালেন, এরইমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য দুই নায়িকা ও ইমনকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এই ছবির গল্পটা মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। ঢাকাই ছবির ববিতা-চম্পা, বলিউডের কারিশমা-কারিনা কাপুর যেমন দুই বোন। তেমনি এমনই দুই তারকা বোনের চরিত্রে দেখা যাবে তমা ও সাবাকে। এছাড়াও একজন টিভি সঞ্চালকের ভূমিকায় থাকবেন জয় নিজে আর চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে থাকবেন শহীদুজ্জামান সেলিম।

যুবরাজ খানের নির্বাহী প্রযোজনায় নির্মিতব্য ‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।

এর আগে জয় নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে এপ্রিলে।


মন্তব্য করুন