Select Page

‘ঝুম’ হয়ে প্রথমবার মিলন-তমা

‘ঝুম’ হয়ে প্রথমবার মিলন-তমা

আনিসুর রহমান মিলন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ‘ঝুম’ সিনেমায়। সুমন রেজা পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জামশেদ শামীম। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শিল্পীরা।

রাইজিং বিডি জানায়, ১২ জুলাই নোয়াখালীতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ চলবে।

সুমন রেজা বলেন, ‘‘আগামী ১২ জুলাই ‘ঝুম’ সিনেমার শুটিংয়ে যাচ্ছি। ঢাকার বাইরে শুটিং হবে। মিলন ভাই, তমা মির্জা, করবী মিজান রিজভী ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে সেখানে শুটিং হবে। এছাড়া বড় মাপের একজন বিদেশি শিল্পীর সঙ্গে আলাপ চলছে, চূড়ান্ত হলে জানাব।’’

আনিসুর রহমান মিলন বলেন,  ‘সুমন রেজা একজন ভালো নির্মাতা। অনেক দিন ধরেই সিনেমা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গল্পটি আমি পড়েছি। ভালো লেগেছে। আশা করি, নির্মাণও ভালো হবে।’

এদিকে তমা মির্জা বলেন, ‘‘ঝুম’ সিনেমাটি নিয়ে কয়েক মাস আগে ধরেই কথা চলছিল। ঈদের পর গল্প শুনে খুব মুগ্ধ হয়েছি। মনে মনে এই ধরণের একটি গল্পের জন্যই এতদিন অপেক্ষা করছিলাম।  চলচ্চিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’’

সিনেমাটি প্রযোজনা করছেন ক্যাপ্টেন শাহ আলম। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা সুমন।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares