Select Page

টানা শুটিংয়ে মোস্ট ওয়েলকাম ২

টানা শুটিংয়ে মোস্ট ওয়েলকাম ২

Most Welcome 2একটানা শুটিং চলছে অনন্তের ‘মোস্ট ওয়েলকাম টু’-এর। এটি অনন্ত-বর্ষা জুটিরই ‘মোস্ট ওয়েলকাম’-এর সিক্যুয়েল। এবারের ছবিটি আগের ছবি থেকেও আরও বড় আয়োজনে তৈরি হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানান।

একটানা শুটিং শেষে খুব শিগগিরই ছবির গানের শুটিংয়ের কাজে পুরো ছবির ইউনিট দেশের বাইরে যাবেন বলে জানান ছবির পরিচালক ও নায়ক অনন্ত।

তার কাছে দর্শকের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটির মূল গল্প নিয়ে আরও গবেষণা এবং প্রতিনিয়ত এর কারিগরি মান নিয়ে গবেষণা করা হচ্ছে।’

ছবির বিশেষ চরিত্রে জ্যাকি শ্রফ ও বিপাশা বসুর অভিনয়ের কথা জানিয়েছেন অনন্ত।

সূত্র: প্রথম আলো ইত্তেফাক


মন্তব্য করুন