Select Page

টিজারে টুইস্ট দেখিয়ে দিল ‘অন্তর্জাল’?

টিজারে টুইস্ট দেখিয়ে দিল ‘অন্তর্জাল’?

দুর্ধর্ষ এক হ্যাকারের বিরুদ্ধে কাজ করছে একদল প্রতিভাবান তরুণ-তরুণী। সঙ্গে আছে তুমুল অ্যাকশন। কিন্তু যার বিরুদ্ধে লড়াই তার কোনো পরিচয় জানা নেই। কে সে?

দীপংকর দীপনের সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’-এর টিজারে এমন প্রশ্ন তৈরি করে। অবশ্য গল্পের টুইস্ট কি বলে দেয়া হয়েছে টিজারে, এমন প্রশ্নও থেকে যায়। যেমন; ছবির এক অভিনেতাকে এক অভিনেত্রী প্রশ্ন করছে ‘কী করেছো তুমি?’ এর একটু পরই ওই অভিনেত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়! তাহলে ওই অভিনেতাই ভিলেন।

সম্ভবত না! আর যাই হোক, এত সহজে টুইস্ট রিলিভ করার কথা নয় নির্মাতার? না কি করেই দিলেন। যাই হোক, সিনেমা তো আগামী ঈদুল আজহায়, তখন না হয় জানা যাবে। হ্যাঁ, একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাবে ‘অন্তর্জাল’।

ছবির লোকেশন, সেট থেকে শুরু করে ক্যামেরা ও সম্পাদনার কাজ খুবই আশাজাগানিয়া।

গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।

‘অন্তর্জাল’-এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।


মন্তব্য করুন