Select Page

টিভিতে ‘বেসিক আলী’

টিভিতে ‘বেসিক আলী’

বেসিক অালী টিভি সিরিজকমিক স্ট্রিপ ‘বেসিক আলী’ অবলম্বনে নির্মিত একই নামের ওয়েব সিরিজ অনলাইনে বেশ জনপ্রিয়। এবার আসছে টিভি সিরিজ। যার মূল চরিত্রে যথারীতি থাকছেন তৌসিফ মাহবুব। ওয়েব সিরিজে বেসিকের প্রেমিকা রিয়া চরিত্রে সাবরিনা মেহেক অভিনয় করলেও টিভিতে দেখা যাবে সাবিলা নূরকে।

জানা গেছে, ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আইয়ে প্রচার হবে ‘বেসিক আলী’র প্রথম পর্ব।

‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। ওয়েব সিরিজেও তিনি কয়েকটি পর্ব পরিচালনা করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিয়মিত নাট্যনির্মাতা। ‘বেসিক আলী’ টেলিভিশন সিরিজ নির্মাণের অভিজ্ঞতা তাই একদম আলাদা। কারণ নাটকে আমরা রিয়েলিটি বেশি খুঁজি। এ কাজে লজিক কম, কিন্তু ইলজিক ফানই বেশি। দর্শক ইলজিক ফানেই মজে থাকবে এটি আশার বিশ্বাস।”

প্রথমে ১৩ পর্ব নিয়ে বেসিক আলী আসছে টেলিভিশন দর্শকদের জন্য। উল্লেখযোগ্য গল্প হচ্ছে— হিল্লোলের যন্ত্রণা, বেগার্স, বাঙ্গু ব্যাংক, গান যন্ত্রণা ও খেলোয়াড়।

মাস কয়েক আগে এসেছে ‘বেসিক আলী’র সিনেমা সংস্করণের ঘোষণা। মূল চরিত্র আরিফিন শুভ করবেন শোনা গেলেও পরে তিনি সরে দাঁড়ান। এদিকে শিগগিরই পুরো কাস্টিং জানানোর ঘোষণার দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রো।


মন্তব্য করুন