Select Page

‘টু বি কন্টিনিউড’ করছেন না তাহসান

‘টু বি কন্টিনিউড’ করছেন না তাহসান

image_48157কিছুদিন ধরে শুনা যাচ্ছিল আবার শুরু হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমির চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’ এর কাজ।

এই ছবির মূল আকর্ষন গায়ক তাহসানপূর্ণিমা জুটি। সর্বশেষ খবর হলো ছবিটি করছেন না তাহসান।

তাহসান জানান, শুরুতে গল্পটা যতটা আকর্ষণীয় মনে হয়েছিল বর্তমানে তার সাথে কোন মিল খুজেঁ পাচ্ছেন না। তাই তিনি চলচ্চিত্রটি করছেন না।

এই সিদ্ধান্তের মাধ্যমে তাহসান ভক্তরাও চলচ্চিত্রটির প্রতি আকর্ষণ হারালেন।

সুত্র: দৈনিক ইত্তেফাক

 


মন্তব্য করুন