Select Page

টেলিভিশনে মাহির ৬ সিনেমা

টেলিভিশনে মাহির ৬ সিনেমা

mahi

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহির মুক্তি পেয়েছে ১৫টির মতো সিনেমা। কিন্তু ‘ভালোবাসার রঙ’ ছাড়া কোনো সিনেমা প্রচার হয়নি টেলিভিশনে। এবার টিভি দর্শকরা দেখবে ৬ সিনেমা।

ঈদুল ফিতরে একুশে টেলিভিশন প্রচার করবে জাজ মাল্টিমিডিয়া নির্মিত ৭ সিনেমা। এর মধ্যে ৬টিতে অভিনয় করছেন মাহি।

ছবিগুলো হলো— ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’ ও ‘দবির সাহেবের সংসার’। অন্য ছবিটি হলো নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’।

সোমবার সন্ধ্যায় এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় একুশে টেলিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ারস রাশেদ চৌধুরী, মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মনোয়ার হোসেন, হেড আব মার্কেটিং আমজাদ হোসেন আরজু, অনুষ্ঠান প্রধান ফারহানা নিশোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাজ মাল্টিমিডিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মন্তব্য করুন