Select Page

ট্রিলজির ঘোষণা দিলেন ফারুকী, প্রথমটির নাম ‘শনিবার বিকেল’

ট্রিলজির ঘোষণা দিলেন ফারুকী, প্রথমটির নাম ‘শনিবার বিকেল’


‘ডুব’ মুক্তির আগেই পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি জানায়, আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে ট্রিলজি বানাবেন এ নির্মাতা। যার প্রথমটির নাম ‘শনিবার বিকেল’। শুটিং শুরু হবে ডিসেম্বরে। দ্বিতীয় সিনেমার নাম, ‘নো ল্যান্ডস ম্যান’।

ফারুকী ফেসবুকে প্রথম সিনেমার বিস্তারিত জানান। তিনি লেখেন, “চলার নামই জীবন। আমি সবসময় বলি একটা কাজ শেষ হয়ে গেলে, আমি আর পিছে তাকাই না। পুরনো প্রেমিকার মতো সে পড়ে থাকে তার পৃথিবীতে, আর আমি নামি নতুন গ্রহের খোঁজে। অতি নিভৃতে যে প্রস্তুতি চলছিল, এবার তা সামনে আসল।

আমার পরের ছবির ‘স্যাটারডে আফটারনুন’ ওরফে ‘শনিবার বিকেল’ শুটিং ফ্লোরে যাবে ডিসেম্বরে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কোলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।”

তিনি আরো লেখেন, ‘আমি খুবই আনন্দিত জার্মান প্রযোজক আনা কাচকোকে আমাদের সাথে কো-প্রডিউসার হিসাবে পেয়ে। এর আগে তার প্রযোজিত দুটি ছবি বার্লিন এবং ভেনিসে (চলচ্চিত্র উৎসব) ছিল। একটা বার্লিনে পুরস্কারও জিতেছিল।
আরো আনন্দিত সিনেমাটোগ্রাফার হিসাবে আজিজ জাম্বাকিয়েভকে পেয়ে। মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিনেমাটোগ্রাফির জন্য সিলভার বিয়ার জিতেছে সে। রিয়াল ট্যালেন্ট।”

‘অভিনেতা-অভিনেত্রী নির্বাচন চলছে’ জানিয়ে ফারুকী লেখেন, “অস্কার নমিনেটেড এবং অ্যাপসা জয়ী ‘ওমার’ আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইন অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা। তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয়শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না অভিনয় নিয়ে। যেহেতু ভ্যারাইটি বলছে এরা দুইজন থাকবে, যা রটে তার কিছু তো বটবেই।”


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

স্পটলাইট

Movies to watch in 2018
Coming Soon

Shares