Select Page

ট্রেইলার নিয়ে অনলাইনে রের্কড ‘পিঁপড়াবিদ্যা’র

ট্রেইলার নিয়ে অনলাইনে রের্কড ‘পিঁপড়াবিদ্যা’র

Pipra Biddপিঁপড়াবিদ্যা আন্দাজে ঢিল কন্টেস্ট – আয়োজনের মাধ্যমে ছবিটির ট্রেলার অনলাইনে রেকর্ড সৃষ্টি করেছে। ২৪ ঘণ্টা পূর্ণ হতে না হতেই প্রায় ৭ লাখ ইম্প্রেশনের মাধ্যমে র্দশকদের কাছে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবিটির ট্রেলার।

পিঁপড়াবিদ্যা‘ মুক্তি উপলক্ষে তৈরি ৩ মিনিটের এই থিয়েট্রিকাল ট্রেইলারটি ২ লাখেরও বেশি মানুষ ক্লিক করে এই ভিডিওটি উপভোগ করেছে বলে জানিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থাটি। ১২ অক্টোবর বিকেলে ৫:৩৫ অনলাইনে এই থিয়েট্রিকাল ট্রেইলার ছাড়া হয়েছে।

আন্দাজে ঢিল কন্টেস্টের গল্প পাঠানোর শেষ তারিখ ২০ অক্টোবর। এর ফল প্রকাশ করা হবে ২২ অক্টোবর। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিনা চৌহান, মুকিত জাকারিয়া এবং নতুন মুখ নূর ইমরান মিঠু। পিপঁড়াবিদ্যা আগামী ২৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে ।


মন্তব্য করুন