Select Page

ট্রেলারঃ বুলেট বাবু

ট্রেলারঃ বুলেট বাবু

Still photos of Bullet Babu film by moin biswas with Imu Rohan Alexandar bo mehedi omar sani bipasha kabir (2)আগামী ১১ মার্চ সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে মঈন বিশ্বাস পরিচালিত অ্যাকশন চলচ্চিত্র বুলেট বাবু। ছবিতে একাধিক জনপ্রিয় অভিনেতার সন্নিবেশ ঘটিয়েছেন পরিচালক। এদের মধ্যে রয়েছেন ওমর সানি, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, বিপাশা কবির প্রমুখ। নায়ক নায়িকার চরিত্রে রয়েছে রোহান এবং ইমু। এছাড়া রয়েছে একসময়ের অশ্লীল চলচ্চিত্রের অন্যতম অভিনেতা মেহেদী। তিনি এ ছবিতে খলনায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন। 

বুলেট বাবু ছবির মুক্তি উপলক্ষে অনলাইনে ছবিটির ট্রেলার মুক্তি দিয়েছে ছবিটির পরিবেশক জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল। বিএমডিবি-র পাঠকদের জন্য ট্রেলারটি এখানে উপস্থাপন করা হল।


মন্তব্য করুন