Select Page

ট্রেলারে ‘পুত্র’

ট্রেলারে ‘পুত্র’

৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘পুত্র’। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা এবং ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে ‘পুত্র’ পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন পরিচালক নিজেই। টেলিভিশনের অনেক জনপ্রিয় নাটকের নির্মাতা মাননুর প্রথম সিনেমা এটি।

সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে ইউটিউবে। এতে উঠে এসেছে ‘পুত্র’র খণ্ড খণ্ড দৃশ্য। নির্মাণ যাই হোক ট্রেলারের স্ক্রিন রেশিওর পরিবর্তন খুবই চোখে পড়ে।

অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে ‘পুত্র’-এ।

অটিস্টিক শিশুর চরিত্রে অভিনয় করেছেন লাজিম। আর জয়াকে দেখা যাবে তার স্কুল শিক্ষিকার চরিত্রে।

সিনেমার গল্পে দেখা যাবে, ফারিহা ও ফেরদৌসের দুই সন্তান লাজিম ও তাহসিন। ছোট ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে লাজিম অটিস্টিক বা স্পেশাল চাইল্ড হিসেবে বেড়ে উঠতে থাকে। আর সন্তানকে লালন-পালন করতে পদে পদে সংগ্রাম করতে হয়।


মন্তব্য করুন