Select Page

ট্রেলারে ‘বস টু’

ট্রেলারে ‘বস টু’

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার ‘বস টু’। জিতের সঙ্গে রয়েছেন ঢাকার নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী গাঙ্গুলী।

শুক্রবার সন্ধ্যা ৬টায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। সেখানে বেশ জমজমাট এক গল্পের আভাস মিলেছে। অ্যাকশান, মন ভরানো সব সংলাপ আর নান্দনিক লোকেশনে চিত্রায়ন; মন মজাবে দর্শকের। পাশাপাশি বেশ কিছু শ্রুতিমধুর গানও থাকছে ছবিটিতে।

বাবা যাদবের পরিচালনায় ছবিটির কো-ডিরেক্টর হিসেবে আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ছবিটিতে জিৎ আসছেন তার আগের নাম ‘সূর্য’ নিয়েই। ফারিয়াকে দেখা যাবে ভিলেন প্রিন্স শাহনেওয়াজ হোসেনকে খুন করে প্রতিশোধ নেয়া প্রতিবাদী নারী ‘আয়শা’ চরিত্রে। আর শুভশ্রী ‍যথারীতি থাকছেন ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ড শাসন করা সূর্যের প্রেমিকা ‘রুশা’ চরিত্রে।

ছবিটিতে নতুন যুক্ত হয়েছেন বাংলাদেশের অমিত হাসান, ইন্দ্রনীল সেনগুপ্তসহ আরও বেশ কিছু চরিত্র।


মন্তব্য করুন