Select Page

ট্রেলারে ‘বিশ্বসুন্দরী’

ট্রেলারে ‘বিশ্বসুন্দরী’

প্রাথমিক ঘোষণার পুরোপুরি এক বছর পর মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’। তাও মুক্তির দশদিন আগে এলো ঘোষণা। আর বুধবার সন্ধ্যায় প্রকাশ হলো ট্রেলার।

সেই ভিডিওর শুরুতে প্ল্যাটফর্মে এসে থামে ট্রেন। সেখান থেকে নামে তরুণ-তরুণী। তারা পরস্পরের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভয়েসওভারে তরুণটির জিজ্ঞাসা—‘তোমার কাছে প্রেমের মানে কী?’ উত্তরে তরুণীটি বলে, ‘বিদায় নিয়ে চলে যাওয়ার সময় একটুখানি ফিরে তাকানো।’

এ দৃশ্যের পাত্র-পাত্রীরা ঢালিউডের নতুন জুটি পরী মনি ও সিয়াম আহমেদ। আরও আছেন আলমগীর, ফজলুর রহমান বাবু, চম্পা, মুনিরা মিঠুসহ অনেকে।

আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটি প্রকাশ পেয়েছে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর। ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় ৯টি সিনেমা হল ছবিটি মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।

‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।


Leave a reply