Select Page

ট্রেলারে রুবাইয়াত হোসেনের ‘আন্ডারকনস্ট্রাকশন’

ট্রেলারে রুবাইয়াত হোসেনের ‘আন্ডারকনস্ট্রাকশন’

underconstruction (1)

মেহেরজান’ খ্যাত রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবি ‘আন্ডারকনস্ট্রাকশন’। সম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির ২ মিনিট ১৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলার। যা সহজেই দর্শকদের আকৃষ্ট করবে। বলে দেয় ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। তার ভাষাও অন্যরকম।

সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গল্প ও চরিত্র মূলত শহরকেন্দ্রিক একটি পরিবারের গল্প। এই পরিবারের কর্তা বেশ মেধাবী, কর্মঠ ও অত্যন্ত সফল একজন ব্যক্তি, যার কাছে কাজের ব্যাপারগুলোই প্রাধান্য পায় বেশি এবং যিনি যুক্তি দিয়েই চলতে পছন্দ করেন। অন্যদিকে স্ত্রী রয়া বেশ আধুনিক মেয়ে। তিনি স্টেজে রক্তকরবীর নন্দিনী চরিত্রে অভিনয় করেন। স্বামীর যান্ত্রিক হিসাব-কষা জীবন তাকে হতাশ করে, একাকিত্বের জন্ম দেয়। দুজনের মানসিক টানাপড়েন আর দ্বন্দ্বকে ঘিরেই ছবির কাহিনী। সব মিলিয়ে ‘আন্ডারকনস্ট্রাকশন’ ব্যক্তির মানসিক জটিলতা নিয়ে গল্প।

underconstruction (2)

ট্রেলারের বিভিন্ন দৃশ্যে রয়ার জার্নি ফুটে উঠেছে। পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে তার যাপন ও উপলব্ধির খণ্ড খণ্ড চিত্র এসেছে। যেখানে সমাজের স্থান স্থরের মধ্য দিয়ে মানুষের যাত্রার অমসৃণ পথের দেখা মেলে। এর মাঝে জীবন ও শিল্পের মেলবন্ধন ঘটে। এ গল্প অনুমান করা যায় ট্রেলার থেকে।

মোট ৭টি চরিত্র নিয়ে চলচ্চিত্রটি নির্মিত। এতে অভিনয় করছেন শাহাদাত হোসেন, মিতা চৌধুরী, রফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু, সোহেল। আরো আছেন ভারতীয় তারকা শাহানা গোস্বামী ও রাহুল বোস। রয়া চরিত্রটি করছেন শাহানা গোস্বামী। রাহুল বোসের চরিত্রটি একজন আর্ট কিউরেটরের, যে বছরের ছয় মাস বাংলাদেশে থাকে আর বাকি ছয় মাস বিদেশে। শাহাদাত হোসেন আছেন রয়ার স্বামীয় চরিত্রে।

শুটিং হয়েছে ঢাকার গুলশান, বনানী, এফডিসিসহ কড়াইল বস্তিতে। এ ছবির ক্যামেরায় কাজ করছেন লন্ডনের মার্কিনা র‌্যাডওয়ান। আন্ডারকনস্ট্রাকশন ছবিতে তিনটি গান থাকছে। দুটি রবীন্দ্রসংগীত ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ গেয়েছেন শাহানা বাজপেয়ী। দুটিই রক্তকরবীর গান। আর একটি সংগৃহীত গান গেয়েছেন কৃষ্ণকলি ইসলাম। শুটিং শেষ হওয়ার পর এখন তিনি আন্ডারকনস্ট্রাকশনের সম্পাদনার কাজ শুরু করবেন।


মন্তব্য করুন