Select Page

ট্রেলার: গ্ল্যামার, প্রেম ও হত্যা মিলিয়ে ‘পাপ’

ট্রেলার: গ্ল্যামার, প্রেম ও হত্যা মিলিয়ে ‘পাপ’

ব্যবসায়ী হত্যা রহস্যের সঙ্গে জড়িয়ে আছে গ্ল্যামার জগত ও প্রেম; ট্রেলারে এই ইঙ্গিত দিল ‘পাপ’। ধারণা করা যায়, সৈকত নাসিরের এই সিনেমায় বেশ টানটান মুহূর্ত ও টুইস্ট থাকবে। তার সিনেমার এটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

ডিবি পুলিশ কর্মকর্তার চরিত্রে ববির উপস্থিতি নজর কেড়েছে। আছেন রোশানসহ একাধিক নতুন মুখ। এই নায়ককে নতুন অবতারে দেখা গেল।

পাপ (প্রথম চাল) নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পেজে কয়েকদিন আগে লেখা হয়েছিল—

‍“হুমায়ূন আহমেদ স্যার যেমন সৃষ্টি করেছেন মিসির আলী বা টালিউড যেমন ব্যোমকেশ সৃষ্টি করেছে, জাজ সৃষ্টি করেছে একটি চরিত্র শায়লা। শায়লা ডিবির একজন চৌকস অফিসার। সে ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসি)। সে যেকোনো খুনের রহস্য অতি দ্রুত সমাধান করে।

কাজি আনোয়ার হোসেন স্যার ও একটি চরিত্র সৃষ্টি করেছিলেন ‘বাঘা সিরাজি’ নামে। বাঘা সিরাজি ছিল একজন জাঁদরেল গোয়েন্দা। পাপ সিনেমার গল্পটি কাজী আনোয়ার হোসেন স্যারের এক একটি ছোট গল্পের ছায়া অবলম্বনে। তাই পাপ (প্রথম চাল) সিনেমাটি আমরা কাজী আনোয়ার হোসেন স্যারকে উৎসর্গ করছি।

কাজী আনোয়ার হোসেন স্যারের একটি গল্প আর কেউ সেটার টুইস্ট ধরে ফেলবে? উনি তেমন লেখকই না। এই গল্পের শেষ কী হবে? সম্পূর্ণ সিনেমা না দেখা পর্যন্ত কেউ বলতে পারবে না। বলা সম্ভবও নয়।

বলা সম্ভব নয়, চৌকস অফিসার শায়লা কি পারবে, খুনের সমস্যার রহস্যের সমাধান করতে? নাকি খুনের রহস্যের গিট খুলতে গিয়ে আরও গিট লাগিয়ে ফেলবে?”

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘পাপ’ সিনেমায় আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা ও আরিয়ানা।


Leave a reply