Select Page

ট্রেলার: তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

ট্রেলার: তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’

প্রকাশ হয়েছে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’র ট্রেলার। চলচ্চিত্রটি একজন বামপন্থি নেতার জীবনী নিয়ে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিল।

বাংলাদেশ সরকারের অনুদান ও গণ-অর্থায়নে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে।

তানভীর মোকাম্মেল ছবিটি নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে শ্রমজীবী মানুষদের অধিকার, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সংগ্রামে এবং সার্বিকভাবে সমাজ প্রগতির লক্ষ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বামপন্থীদের অনেক ত্যাগ-তিতিক্ষা ও জেল-নির্যাতনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তাছাড়া এ দেশে সুস্থ ও মানবিক ধারায় সংস্কৃতির বিকাশেও বামপন্থীদের অবদান অনেক। কিন্তু তাদের এই ত্যাগ ও অবদানের কথা তেমনভাবে বলা হয় না। সেই ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।’

বিভিন্ন বয়সে বামপন্থি নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসুসহ আরও অনেকে।

https://www.youtube.com/watch?v=zl3a94BTGIE&feature=youtu.be&fbclid=IwAR1yDLYbjD57MkIDSkHF1UxSSQCghA6zTWVOvAeDGjVzBZ7CqAtihc72X6c


মন্তব্য করুন