Select Page

ট্রেলার ফাঁস হওয়া আলগা নোঙরে…

ট্রেলার ফাঁস হওয়া আলগা নোঙরে…

alga-nongor

১২ সেপ্টেম্বর মজার একটি দিন। কারণ, এদিন ই্উটিউবে ফাঁস হয়ে যায় নির্মাতা ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ সিনেমার ট্রেলার। ভিডিওটি খুব কম দর্শকই দেখেছেন। আর যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন।

‘আলগা নোঙ্গর’র কাহিনীতে দেখা যাবে, ১৯৯৬ সালের গল্প। খুব সাদামাটা এতিম একটা মেয়ে, যে কিনা প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এর সঙ্গে সে একটা প্যাথলজিতে কাজ করে। তার জীবনে একবার প্রেমও আসে। কিন্তু সে তাকে বলতে পারে না। এমনই একটি কাহিনীর ছবিতে মেয়ের চরিত্রটিতে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

সম্প্রতি এ অভিনেত্রী মানবজমিনকে বলেন, মজার ব্যাপার হলো, এখানে দর্শক আমার চরিত্রের নাম ছবির শেষের দিকে গিয়ে জানতে পারবে। এবং এ কারণেই আমিও এখন নামটি প্রকাশ করছি না। দুই মাস কাজ করেছি আমরা। বলতে গেলে একটা ভালো টিম ওয়ার্ক ছিল। সেই কাজের ফলাফলটা যেন মানুষকে ছুঁয়ে যেতে পারে এটাই এখন চাওয়া।

তিনি আরো বলেন, শুধু প্রেমের গল্প নয় ‘আলগা নোঙর’। এ ছবিতে একটি শহরের কিছু মানুষের স্বপ্নও দেখানো হয়েছে। প্রতিনিয়ত আমরা অনেক কিছু নিয়ে ভাবি, স্বপ্ন দেখি, আবারও কখনও আমাদের ভাবনায় ছেদ পড়ে, এসব নিয়েই ‘আলগা নোঙর’। মোট কথা এটা আসলে আমাদের নিয়তির গল্প।

ওয়াহিদ তারেকের গল্পে ‘আলগা নোঙর’ ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ মুহাম্মদ সাদ।


মন্তব্য করুন