Select Page

টয়ার নতুন ছবি ‘বেঙ্গলি বিউটি’

টয়ার নতুন ছবি ‘বেঙ্গলি বিউটি’

সম্প্রতি প্রকাশ হয়েছে টয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রূপ’। এ নিয়ে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। এবার রাশান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’ নামের ছবিতে দেখা যাবে তাকে।

এরই মধ্যে ছবিটির অর্ধেক অংশের শুটিং শেষ হয়েছে। ছবির গল্প ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাঙালিদের নিয়ে।

উত্তরা, বাংলাদেশ বেতারের পুরনো অফিস, শাহবাগ, বনানী, পুরানা পল্টনসহ বিভিন্ন এলাকায় চলছে বাকি অংশের শুটিং।

এ প্রসঙ্গে টয়া কালের কণ্ঠকে বলেন, ‘ভালো কিছু হতে যাচ্ছে। প্রথম ছবি বলে অনেক ধরে ধরে কাজ করছি। ছবির চিত্রায়ণে ফুটে উঠবে প্রাচীন ঢাকা। টরন্টো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিকভাবে ছবিটি মুক্তি দেওয়া হবে। এরপর বাংলাদেশসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।’

ছবিতে টয়ার সঙ্গে অভিনয় করছেন পরিচালক রাশান নূর নিজেও।


মন্তব্য করুন