Select Page

ডাকাতের ভূমিকায় পরী মনি

ডাকাতের ভূমিকায় পরী মনি

pori moni

প্রথমবারের মতো ডাকাতের ভূমিকায় দেখা যাবে পরী মনিকে। মালেক আফসারীর নাম ঠিক না হওয়া সিনেমাটির পরীর বিপরীতে থাকবেন জায়েদ খান। তবে তাকে কোন ভূমিকায় দেখা যাবে জানা যায়নি।

ইতোমধ্যে সিনেমাটির সমাপ্তি ফাঁস করার দাবি করেছে ঢালিউড টুয়েন্টিফোর। বিশেষ সূত্রের বরাত দিয়ে জানায়, পরীর মৃত্যুতে সিনেমাটি শেষ হবে।

তবে এ বিষয়ে মুখ খুলেননি মালেক আফসারী। অনলাইনটিকে তিনি বলেন, ‘আগামী দু’একদিনের মধ্যে ছবিটি সম্পর্কে সবকিছু জানাতে পারব। কারণ এ মাসের মধ্যেই ছবিটির দুইটি গানের রেকর্ডিং সম্পন্ন করার ইচ্ছা আছে। আর এই গানের রেকর্ডিংয়ের মাধমে এর মহরত করব। তখন ছবির নাম এবং অন্যান্য বিষয়ে চূড়ান্তভাবে সবাইকে জানাতে পারব।’

১৫ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মালেক আফসারীর নিজের দেখা পিরোজপুরের একটি গল্পে নির্মাণ হবে ছবিটি। শুটিং হবে পিরোজপুর, খুলনা মংলা বন্দর ও সুন্দরবনের কিছু স্থানে।


মন্তব্য করুন