Select Page

ডানা মেলছেন পরী

ডানা মেলছেন পরী

8_32913সিনেপর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভিপর্দাকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী পরী মনি। রুপালি পর্দায় ডানা মেলতে শুরু করেছেন তিনি। বর্তমানে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন জায়েদ খানআনিসুর রহমান মিলন

ইতিমধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রেও অভিনয় করছেন। পাশাপাশি প্রথমবারের মতো তিনি বিজ্ঞাপনের মডেল হলেন। দেশের শীর্ষস্থানীয় একটি মিষ্টি কোম্পানি বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।

মিডিয়াতে পরী মনির প্রথম পরিচিতি ঘটে মডেলিং দিয়ে। সে সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও ফ্যাশন ম্যাগাজিন খুললেই চোখে পড়ত পরী মনির ছবি। এভাবই এক সময় নাটক নির্মাতাদের নজরে পড়েন তিন। এখন পর্যন্ত সেকেন্ড ইনিংস, নারী এবং নবনীতা তোমার জন্য- সহ বেশ কটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন