Select Page

ডিপজলের নতুন ছবি ‘পাথরের মন’, সাথে সাইমন

ডিপজলের নতুন ছবি ‘পাথরের মন’, সাথে সাইমন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৫১ দিন চিকিৎসার পর ৯ নভেম্বর দেশে ফিরেছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সেখানে গত ৩০ অক্টোবর তার হার্টে বাইপাস অস্ত্রোপচার করা হয়। তিনি এখন সুস্থ আছেন।

ডিপজল জানান, তিনি নতুন চলচ্চিত্র প্রযোজনা করবেন। ছবির নাম ‘পাথরের মন’। এখানে তার সঙ্গে অভিনয় করবেন সাইমন সাদিক। আর এই ছবিতে তিনি চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন। ছবির বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। এমনটা জানালো প্রথম আলো।

‘পাথরের মন’ পরিচালনা করবেন ছটকু আহমেদ। তিনি জানান, নতুন ছবির জন্য ডিপজল নিজেই গল্প তৈরি করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসার ফাঁকে মেয়ে অলিজার সঙ্গে বসে গল্পটি ভেবেছেন তিনি।
সোমবার ডিপজলকে দেখতে গিয়েছিলেন ছটকু আহমেদ। এই পরিচালকের ভাষায়, ‘গল্প শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ডিপজল আমাকে গান নিয়ে বসতে বললেন। আজ মঙ্গলবার আলী আকরাম শুভর সঙ্গে গান নিয়ে বসছি।’

ছটকু আহমেদ আরও জানান, ডিপজল অভিনীত আরেকটি ছবি ‘এক কোটি টাকা’র কিছু কাজ এখনো বাকি আছে। ছবির অন্যতম অভিনয়শিল্পী মিজু আহমেদ মারা যান, ডিপজল অসুস্থ হলেন— সব মিলিয়ে ছবির শুটিং আটকে যায়। আগামী ডিসেম্বর মাসে এই ছবির সব কাজ শেষ করা হবে। ছবিতে অভিনয় করছেন ডিপজল, বাপ্পি চৌধুরী, আঁচল, শিরিন শীলা, বড়দা মিঠু প্রমুখ। এরপর আগামী ১ জানুয়ারি শুরু হবে ‘পাথরের মন’।


মন্তব্য করুন