Select Page

‘ডুব’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

‘ডুব’ মুক্তি পাচ্ছে ৩ নভেম্বর

‘ডুব’ কবে ছবিটি রিলিজ পাবে তা নিয়েও ছিল সংশয়। তবে সংশয় কাটিয়ে কর্তন শর্তে মঙ্গলবার ছাড়পত্র পেয়েছে ‘ডু্ব।’

ইরফান খানের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।

জাজ মাল্টিমিডিয়ার সিইও অলিমুল্লাহ বলেন, “৩ নভেম্বর ছবিটি রিলিজ পাচ্ছে। প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। দু’একদিনের মধ্যে চিরকুটের গাওয়া ‘আহা জীবন’-এর লিরিক ভিডিও রিলিজ পাবে।”

ইরফান খােনর সাথে ‘ডুব’-এ আরো অভিনয় করেছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে।


মন্তব্য করুন