Select Page

‘ডুব’ সিনেমার একমাত্র ভুল

‘ডুব’ সিনেমার একমাত্র ভুল

‌‘ডুব’ সিনেমাটি নিঃসন্দেহে মোস্তফা সরয়ার ফারুকী বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন। ফ্যামিলি ড্রামা ধাঁচের সিনেমাটির মাত্র ১টি ভুল আমাদের চোখে পড়েছে—

২০১০ সালের একটি দৃশ্যে দেখানো হলো বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিনোদন পাতায় একটি নিউজে শিরোনাম করা হয়েছে ‘জাভেদ হাসানের ছবি থেকে বেরিয়ে এলেন নিতু’। তার পাশের কলামেই দেখা গেল চিত্রনায়িকা আঁচলের ‘আড়াল’ সিনেমা নিয়ে নিউজ করা হয়েছে। অথচ ‘আড়াল’ সিনেমার কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে।


মন্তব্য করুন