Select Page

‘ড্রিম গার্ল’ হচ্ছেন না অধরা খান

‘ড্রিম গার্ল’ হচ্ছেন না অধরা খান

যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের নতুন সিনেমা ‘ড্রিম গার্ল’র মহরত অনুষ্ঠিত হয়েছিল মার্চে। তখন জানানো হয়, সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা অধরা খান ও চিত্রনায়ক জিয়াউল রোশান রিক্ত। জুনে শুরু হবে এর শুটিং।

তবে হঠাৎ করে সিনেমাটি থেকে অধরা খানকে বাদ দেওয়ার ঘোষণা দিলেন নির্মাতা। বাংলানিউজকে জানালেন, নতুন নায়িকা সন্ধানের কথাও। এছাড়া সিনেমার নাম পাল্টে ‘ড্রিম গার্ল’ থেকে রাখা হয়েছে ‘হৃদিতা’।

এম এম ইস্পাহানী বলেন, ‘শুরুতে আমরা যে গল্প নিয়ে কাজ শুরু করেছিলাম সেটি সিনেমায় থাকছে না। এখন নতুন গল্প ও নাম নেওয়া হয়েছে। আর নতুন চরিত্রের সঙ্গে অধরা খানকে আমাদের যথার্থ মনে হচ্ছে না। তাই নায়িকা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এখন নতুন নায়িকা খুঁজছি।’

এদিকে সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টি অনুষ্ঠানিকভাবে অধরা খানকে বলা হয়নি বলে জানান তিনি। তার ভাষ্যে, ‘ড্রিম গার্ল’র পরিচালক-প্রযোজক কেউই আমাকে সিনেমাটিতে না থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান নি। এটি নিয়ে আমি একটা ফেসবুক পোস্ট দেখেছি। তবে যদি গল্প ও সিনেমা নাম পরিবর্তন হয় আমিও সিনেমাটি করব না। কারণ আমার সঙ্গে চুক্তি হয়েছে ‘ড্রিম গার্ল’র, অন্য সিনেমার নয়।’

বৃহস্পতিবার রাত ১১টার পরে দেওয়া এক ফেসবুক স্ট্যটাসে যুগল নির্মাতার একজন এম এন ইস্পাহানী লিখেছেন, ‘লেখক আনিসুল হকের উপন্যাস নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং! আর সেই চ্যালেঞ্জ নিতে গিয়ে দুইটা জিনিস সেক্রিফাইস করতে হলো! এক ছবির নাম “ড্রিম গার্ল” হবে না, ছবির নাম হবে উপন্যাসের নামে নাম “হৃদিতা” আর এই হৃদিতা চরিত্রটির জন্য খুঁজতে হবে একজন নতুন নায়িকা!’

ছবিটি প্রযোজনা করছে এস এস সিনেমা।

ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত সর্বশেষ সিনেমা ‘নায়ক’ মুক্তি পেয়েছে ২০১৮ সালে। এই সিনেমার মধ্য দিয়ে অধরা খানের বড় পর্দায় অভিষেক ঘটেছে।


মন্তব্য করুন